আপনি সম্ভবত
এখন বিভিন্ন
ডিরেক্টরিতে
প্রবেশ করতে ও
সেখানকার ফাইল
এডিট করতে
পারছেন।
সুতরাং
অন্যান্য
কাজগুলোও আপনি
এখন করতে
পারবেন। এ
সম্পর্কিত
প্রচুর তথ্য FreeBSD
হ্যান্ডবুক (যা
সম্ভবত আপনার
হার্ডডিস্কেই
রয়েছে) ও FreeBSD'র
ওয়েবসাইটে
রয়েছে।
বিভিন্ন কাজের
জন্য অসংখ্য
সফটওয়ারের
প্যাকেজ ও
পোর্ট সংস্করণ
সিডিরম ও
ওয়েবসাইট
দুস্থানেই
আছে। কিভাবে
প্যাকেজ ও
পোর্ট ইনস্টল
করতে হবে সে
সম্পর্কে
হ্যান্ডবুকে
বিস্তারিত
বিবরণ দেয়া
হয়েছে। কোন
প্যাকেজ
সিডিরমে থাকলে
তা ইনস্টল করার
সহজ পদ্ধতিহল pkg_add /cdrom/packages/All/packagename
,
এখানে packagename
শব্দটি দিয়ে যে
সফটওয়ারটি
ইনস্টল করা
হচ্ছে তার
প্যাকেজ
ফাইলের নাম
বোঝানো হয়েছে।
সিডিরমের cdrom/packages/index, cdrom/packages/index.txt এবং cdrom/ports/index
ফাইলগুলোতে সব
প্যাকেজ ও
পোর্টের নাম ও
অতি সংক্ষিপ্ত
বর্ণনা রয়েছে।
সফটওয়ারগুলোর
সম্পূর্ণ
বিবরণ থাকে /cdrom/ports/*/*/pkg/DESCR
ফাইলে। এখানে * দুটো
যথাক্রমে
সফটওয়ারের ধরন
ও নামের
পরিবর্তে
ব্যবহৃত
হচ্ছে।
সিডিরম থেকে পোর্ট ইনস্টল করার জন্য হ্যান্ডবুকে যে বর্ণনা রয়েছে তা যদি আপনার কাছে বেশ জটিল মনে হয় তবে এই সংক্ষিপ্ত বর্ণনাটি আপনার কাজে আসতে পারেঃ
যে পোর্টটি ইনস্টল করবেন তা প্রথমে খুজে বের করুন। মনে করুন পোর্টটির নাম Kermit। সিডিরমের ভেতর Kermit এর জন্য একটি ডিরেক্টরি থাকবে। এই ডিরেক্টরিকে /usr/local ডিরেক্টরিতে কপি করুন ( যেসকল সফটওয়ার সিস্টেমের সকল ব্যবহারকারীই চালাবে সেগুলো ইনস্টল করার জন্য /usr/local একটি ভাল জায়গা)ঃ
এর ফলে সিডিরমের kermit সাবডিরেক্টরির সব ফাইলই /usr/local/kermit ডিরেক্টরিতে কপি হবে।
আপনার সিস্টেমে /usr/ports/distfiles নামে কোন ডিরেক্টরি না থাকলে mkdir কমান্ডের সাহায্যে তা তৈরী করুন। এখন /cdrom/ports/distfiles ডিরেক্টরিতে আপনার প্রয়োজনীয় পোর্ট ফাইলটি আছে কিনা তা দেখুন। যদি থাকে, তবে তা /usr/ports/distfiles ডিরেক্টরিতে কপি করুন। FreeBSD'র নতুন সংস্করণগুলোতে অবশ্য এই কপি করার কাজটি স্বয়ংক্রিয়ভাবে হয় আর তাই আপনার ব্যবহৃত সংস্করণটি মোটামুটি নতুন হলে এই ধাপটি বাদ দিতে পারেন। জেনে রাখা ভাল যে, Kermit এর জন্য সিডিরমে কোন পোর্ট ফাইল থেকে না।
এখন cd কমান্ড ব্যবহার করে /usr/local/kermit ডিরেক্